সভাপতি আরিফুল ও সাধারণ সম্পাদক সুশান্ত
এম এম নুর আলম ॥ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির আশাশুনি উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯ থেকে বিকাল ৩ পর্যন্ত আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। শিক্ষক সমিতির ৬১২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৯২ জন। সভাপতি পদে নির্বাচনে কুন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার দাস পেয়েছেন ২৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম কিবরিয়া পেয়েছেন ১৭৭ ভোট। বাতিল হয়েছে ৪ ভোট। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আমানুল্লাহ আমান। প্রিজাইডিং অফিসার ছিলেন, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন, জিএম আব্দুল করিম ও মোস্তফা বাকী বিল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক বদিউজ্জামান খান ও সদস্য তরুণ কান্তি সানা। নির্বাচন পর্যবেক্ষন করেন, আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।