শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আশাশুনি মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে উপজেলা ভিত্তিক সরকারী- বেসরকারি উদ্যোগে “মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও আবু হান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু কুমার শেখর, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, মধুমতি ব্যাংক কর্মকর্তা নয়ন ইসলাম প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবস্থপনা কমিটির সদস্য, ভিন্ন ভিন্ন শ্রেনীর ব্যবসায়ী, জিসিএ প্রকল্পের গ্রুপ সদস্য এবং কর্মশালায় বাজার ব্যবস্থাপনার প্রতিটি ধাপের সাথে যুক্ত সকল প্রতিনিধিগণের সাথে নারী জীবিকায়নে দলের সদস্যদের সংযোগ স্থাপনের মাধ্যমে মার্কেট লিংকেজ তৈরী করে আর্থিকভাবে সক্ষমতা বৃদ্ধি করা। উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তন জনিত লবানাক্ততা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com