আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি অবৈধ জাল জব্দ ও জাল গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। শনিবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অধিদপ্তরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আশাশুনির খোলপেটুয়া নদীর ঘোলা অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এইচ এম খালিদ ইফতেখার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্টে্রট রাশেদ হোসাইন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং বাংলাদেশ নৌবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতে নদী থেকে অবৈধ ৫টি মশারী নেট জাল ও ২টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।