আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা রাজস্ব সম্মেলন, জলমহল ও চাঁদনী ভিটা মালামাল নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের নাজির, প্রধান সহকারী, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী, ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকী ও ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় ইজারা যোগ্য জলমহল ১৪৩১ সনের জন্য ইজারা প্রদান, যে সকল আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়নি, সেগুলো হস্তান্তর করা, ভূমি উন্নয়ন কর আদায় তরান্বিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।