বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগ মুক্তি কামনা করেছেন উপজেলা শিক্ষক সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দীর্ঘ সময়ের সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আরিফুল হক ও সাধারণ সম্পাদক সুশান্ত মন্ডলসহ সমিতির সকল সদস্যবৃন্দ।