আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হাড়িভাঙ্গায় অনুষ্ঠিত সাধারণ সভায় মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, কর্মপরিষদ সদস্য আফসার উদ্দিন খাঁন, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী আব্দুল হাই, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ—সভাপতি মাসুম বিল্লাহ খাঁন প্রমুখ। সভায় ২০২৫—২০২৬ সেশনের জন্য মোঃ নজরুল ইসলামকে সভাপতি, মোঃ শারিয়ার শুভকে সেক্রেটারী, আঃ রহমানকে বাইতুল মাল সম্পাদক, ইনামুল হক যুব বিভাগীয় সম্পাদক এবং আনারুল ইসলামকে শ্রমিক কল্যান সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।