বিশেষ প্রতিনিধি \ আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিষদে প্রথম কার্যদিবস শুরু করেছেন। বুধবার সকালে নবনির্বাচিত ইউপি সদস্য, সাবেক জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে পরিষদ চত্বর এক অনন্য আমেজে ভরে ওঠে। সকাল থেকে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন খতম করানো হয়। কোরআন তেলাওয়াত, নাত-এ রসূল পরিবেশনসহ গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, প্রভাষক হাফেজ বাকী বিলাহ। গীতা পাঠ করেন, আশাশুনি সেবাশ্রমের স্বামীজী সুমন মহারাজ। পরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপস্থিত সকলের সমন্বয়ে শপথবাক্য পাঠ করান। এরপর স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপাধ্যক্ষ আঃ সবুর, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, আব্দুলাহেল বাকী বাচ্চু, উপজেলা স্বেচ্ছাস্বেলীগের সভাপতি এসএম সাহেব আলি, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ জায়েদ আব্দুলাহ। অপরদিকে, আশাশুনি সেবাশ্রমে নবাগত চেয়ারম্যান ও মেম্বারগণের পরিষদে শুভাগমন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়।