এম এম নুর আলম ॥ আশাশুনিতে সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খনন না করে সদর বাজার ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি বাজার চাদনী চত্বরে সদর বাজার বণিক সমিতির আয়োজনে কর্মসূচী পালন করা হয়। সদর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আশাশুনি নাগরিক সমাজের সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম সাহেব আলী, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, বাজার কমিটির আহ্বায়ক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন। বাজার কমিটির সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স এর সঞ্চালনায় এসময় দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন, উপজেলা সদরের সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, সুধী সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ। কর্মসূচীতে বক্তারা বলেন, মরিচ্চাপ নদী খনন বর্তমান সরকারের একটি যুগোপযোগী পদক্ষেপ হলেও এর সুফল থেকে সদরের লোকজনকে বঞ্চিত করতে একটি মহল চক্রান্ত করে যাচ্ছে। তারা সিএস ম্যাপের বাইরে থেকে আশাশুনির পারের রেকর্ডীয় জমি খননের মাধ্যমে আশাশুনি সদর বাজারকে নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র করছে। মরিচ্চাপ ব্রীজের নীচে থেকে পুরানো গোডাউন ঘাট পর্যন্ত ছোট জায়গায় আশাশুনি উপজেলা সদরের হাট বাজার ও প্রায় ৬ শ এর মতো দোকান পাট রয়েছে। নদী খনন কাজ শুরু হলে এক শ্রেণীর কুচক্রী মহলের ষড়যন্ত্রে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীর উত্তর পাশে চাপড়া গ্রামের চর না কেটে আশাশুনি (দক্ষিণ পাশে) পারের দোকান পাটের গা ঘেঁষে খনন কাজ শুরু করে যা সম্পূর্ণ বেআইনি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড। সিএস ম্যাপ অনুযায়ী অথবা ব্রীজের নিচে থেকে সোজাসুজি পুরানো গোডাউন ঘাট পর্যন্ত খনন করে আশাশুনি সদর বাজার রক্ষা বাঁধ নির্মাণ করা হলে বাজার বাঁচবে এবং ব্যাবসায়ীরা বাঁচবে। বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। উপস্থিত ৫ শতাধিক মানুষ এ দাবির সাথে একমত পোষণ করে দোকান পাট বন্ধ রেখে ঘণ্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত আশাশুনি বাজার রক্ষা কমিটির নেতৃবৃন্দ।