এম এম নুর আলম \ আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কের অভ্যর্থ্যনা কক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এর সহধর্মিনী ও শিক্ষক মন্ডলী উপস্থিত হয়ে তাকে এ শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ আশাশুনি ডিগ্রী কলেজ সরকারি কলেজে রুপান্তরিত হওয়ার পর শিক্ষক মন্ডলীর প্রচেষ্টায় আজ আশাশুনি সরকারি কলেজ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এসময় তিনি এ অর্জনে অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান। শুভেচ্ছা উপহার প্রদানকালে সরকারি কলেজের অধ্যক্ষের সহধর্মিনী বিলকিস বানু, প্রভাষক চিত্তরঞ্জন অধিকারী, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক শাহাদাত হোসেন টিটল, প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক আখতারুজ্জামান প্রিন্স, প্রভাষক পবিত্র কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।