এম এম নুর আলম \ আশাশুনি সরকারি কলেজের পক্ষ থেকে আন্তঃ কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে এ প্রতিযোগিতার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি শিক্ষার্থীদেরকে মাদক মুক্ত জীবন গড়ার লক্ষ্যে খেলাধুলায় মনোনিবেশ করার আহŸান জানান। পরে এ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় তিনি সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলার আহŸান জানান। প্রভাষক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় এসময় শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।