আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহন করেছেন। রবিবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। বৃহস্পতিবার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী অবসর জনিত কারণে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় তিনি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দীনের কাছে দায়িত্ব ভার হস্তান্তর করেন। রবিবার সপ্তাহের শুরুর দিনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছহিল উদ্দীন আনুষ্ঠানিক ভাবে অফিসের চেয়ারে বসে দায়িত্ব শুরু করেন। এসময় কলেজের শিক্ষকমন্ডলী পুস্প স্তবক সহকারে তাকে বরণ করে নেন।