বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি সরকারি কলেজে শিক্ষক-কর্মচারীদের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কলেজের ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। পরে কলেজের শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এসময় প্রধান অতিথি কলেজের মুজিব কর্ণার ও শ্রেণি কক্ষ পরিদর্শন করেন।