এম এম নুর আলম \ মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান এবং বাণীর দেবী সরস্বতী ব্রহ্মার মুখ থেকে মর্ত্যে অবতরণ উপলক্ষে আশাশুনি সরকারি কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। পরে কলেজ হলরুমে পূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুর রহমান পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, প্রধান শিক্ষক দুখীরাম ঢালী প্রমূখ। সহকারী অধ্যাপক জাকির হোসেন ভুট্টোর সঞ্চালনায় এসময় কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।