বিশেষ প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে অপুষ্ট শিশুদের উপযুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ক্যাংগারু মাদার কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এ সেন্টারের উদ্বোধন করা হয়। কম ওজন নিয়ে জন্ম গ্রহণ করা এবং নির্দিষ্ট সময়ের আগে ডেলিভারি হওয়া অপুষ্ট শিশুদের উপযুক্ত সেবার লক্ষ্যে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সদিচ্ছার প্রতিফলন হিসাবে এ সেন্টারের উদ্বোধন করা হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক সেন্টারের শুভ উদ্বোধন করেন। এসময় সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।