আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব হেপাটাইটিস দিবস-২২ উদযাপন উপলক্ষে র্যালী ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক’র সভাপতিত্বে এবং ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় এমওডিসি ডাঃ মোঃ আব্দুর রহমান, ডাঃ ফরহাদ হোসেন, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ এসএম নাঈম হোসেন নয়ন, এসআই জিএম গোলাম মোস্তফাসহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, হোসেনুজ্জামান। বক্তারা এসময় “হেপাটাইটিস রোগের চিকিৎসা সেবা পৌঁছে যাক সবার কাছে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।