আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন মহাখালী (ঢাকা) স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডাঃ সৈয়দ কামরুল হাসান। রবিবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন তিনি। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেক সেক্টরে গমন করেন এবং সার্বিক খোজ খবর নেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর ডাঃ সৈয়দ কামরুল হাসান। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক এর সভাপতিত্বে এবং স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সকল মেডিকেল অফিসার ও অফিস স্টাফবৃন্দ।