আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপিদের (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মাসিক সভা ও স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত জুনিয়র মেকানিক মরহুম আয়জুদ্দীন গাজীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় মাসিক সভায় ইউনিসেফ এর প্রতিনিধি নিউট্রিশান অফিসার ডাঃ শাহানাজ বেগম, ডাঃ এসএম নাঈম হোসেন নয়ন, এসআই জিএম গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সিএইচসিপি’র সদসবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সদ্য প্রয়ত অবসরপ্রাপ্ত জুনিয়র মেকানিক মরহুম আয়জুদ্দীন গাজীর কর্ম জীবনীর স্মৃতিচারণ পূর্বক আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরহাদ হোসেন।