আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সবুজ। সাতক্ষীরাতে যোগদানের পর মঙ্গলবার সকালে আশাশুনিতে পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনের এক পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান। প্রধান অতিথি এসময় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।