আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় নার্সদের প্রধান (অউঘঝ) হোসনেয়ারা খানম। মঙ্গলবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তিনি। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সদের কার্যক্রম তদারকি, সেবার মান গতিশীল ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নার্সদের খুলনা বিভাগীয় প্রধান আশাশুনিতে আসেন বলে জানাগেছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের সার্বিক বিষয়ের খোজ খবর নেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরিদর্শন শেষে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মেডিকেল অফিসার ও সকল নার্স উপস্থিত ছিলেন।