আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় এমওডিসি ডাঃ আঃ রহমান, স্বাস্থ্য পরিদর্শন ইনচার্জ কবির আহমেদ, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমপিইপিআই শংকর কুমার মল্লিক, পরিসংখ্যানবিদ আঃ খালেক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ফিল্ডে ইউপিআই কার্যক্রমের পারফরমেন্সসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।