আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে স্বাস্থ্য কর্মী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৪ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ৪দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় টিকাদান কার্যক্রমকে সর্বশেষ নিয়মনীতি ও পদ্ধতির আওতায় প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান।