বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’কর্মকর্তাকে বদলী ও অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনিক গুহকে চট্রগামে বদলি আদেশ হয়েছে এবং স্বাস্থ্য পরিদর্শক এস এম এ সাত্তারকে বিধি মোতাবেক চাকরী জীবন শেষে অবসর গ্রহণ করেছেন। দু’ কর্মকর্তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুল হকের সভাপতিত্বে ও আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ আঃ রহমান, ডাঃ মোস্তফা নাহিয়ান হাবিব, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, ডাঃ এস এম নাইম হোসেন নয়ন, ডাঃ ফাহাদ হোসেন, ডাঃ বিশ্বজিৎ বাছাড়, সিনিঃ স্টাফ নার্স হাসিনা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, সাকমো সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া বদলী জনিত বিদায়ী ডাঃ অনিক গুহ ও অবসর জনিত বিদায়ী স্বাস্থ্য পরিদর্শক এস এম এ সাত্তার বিদায়ী অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন।