বিশেষ প্রতিনিধি \ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ফিজিওথেরাপি সেন্টার পুনরায় চালু করা হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার সেন্টারটি লাল ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানাবিধ কারনে ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে রোগিরা কাঙ্খিত সেবা না পেয়ে হাসপাতাল বিমুখ হয়ে সুদূর জেলা শহর বা অন্য কোথাও যেতে বাধ্য হতেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক এর আন্তরিক প্রচেষ্টায় সেন্টারটি কার্যকরভাবে সচল করার মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন ব্যাথা (কোমর, হাঁটু, ঘাড়) নিরাময়ে এ সেন্টার এর সেবা সহায়ক হিসেবে কাজ করবে। সপ্তাহে প্রতি শনিবার ও সোমবার সকাল ৮ টা থেকে ২.৩০ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল লাল ফিতা কেটে “ফিজিওথেরাপি” সেন্টার শুভ উদ্বোধন করেন। এসময় মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, ডাঃ মোঃ শহীদুল্লহ্, ডাঃ ফরহাদ হোসেনসহ ফিজিওথেরাপিস্ট তানিয়া সুলতানা, টনি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।