বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে সভায় হাসপাতালের চিকিৎসক, নার্স, এসএসিএমওসহ সকল অফিস স্টাফগণ অংশ নেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।