বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এসআই পিয়াস শাহ, এসআই ইমরান হোসেন, এএসআই আব্দুল জব্বারসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলাম (২২)কে শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় থেকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে তার বিরুদ্ধে থানায় ১৪ নং মামলা রুজু করে তাকে রবিবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।