আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জুলাই বিপ্লব চেতনাকে অক্ষুন্ন রাখতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম রাউন্ডে বড়দল ইউনিয়ন বুধহাটা ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালে তারা প্রতাপনগর ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে বড়দল ২—১ গেমের ব্যবধানে দরগাহপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান দলকে ৫ হাজার টাকা ও রানার আপ দলকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল। অন্যদের মধ্যে আবুল কালাম, ইউসুফ তাহিদ হাসান, মেম্বার ফারুক হোসেন আঙ্গুর, হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার আশফাকুর রহমান ফাহিম।