শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

আশাশুনীর চন্দ্র শেখর হত্যা মামলার রায় ঘোষনা করলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত \ বন্ধু আসামী মোবাশশিরের যাবজ্জীবন কারাদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

এ্যাড: তপন কুমার দাস \ আশাশুনীর বহুল আলোচিত কলেজ ছাত্র চন্দ্র শেখর সরকার হত্যা মামলার হত্যাকারী কলেজ ছাত্র বন্ধু মোবাশশির হোসেন কে অভিযুক্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের বিচারিক আদালত। বাল্যকাল হতে এক সাথে বেড়ে ওঠা শৈশব আর দুরন্ত কিশোর জীবন পার করা চন্দ্র শেখর ও মোবাশশির হোসেন এর মধ্যে বিরোধ বিভাজন দ্বন্দ সৃষ্টি হয় প্রেম বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে। যার কারন আর নির্মম পরিনতি বন্ধু মোবাশশিরের হাতে বন্ধু চন্দ্র শেখরের হত্যা কান্ড। বিজ্ঞ আদালত ১১ কার্যদিবসের মধ্যেই চাঞ্চল্যকর মামলাটির বিচার প্রক্রিয়া শেষ করলেন যে কারনে আদালতের আন্তরিকতা দায়িত্ব বোধের বিষয়টি প্রশংসিত হয়েছে। রায়ে রাষ্ট্র পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি আব্দুল লতিফ, এবং বাদী পক্ষ মামলা পরিচালনা করে এ্যাড: আনিছুজ্জামান আনিছ। ২০২০ সালের ১৮ অক্টোবর শোভনালীর চিংড়ী ঘেরে মোবাশশির হোসেন বন্ধু চন্দ্র শেখরকে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন চন্দ্র শেখরের বাবা শংকর সরকার আশাশুনি থানায় মামলা দায়ের করে। এবং পুলিশ মোবাশশির হোসেনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে। পরবর্তিতে মোবাশশির ম্যাজিস্ট্রেট বরাবর ১৬৪ ধারায় শিকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পুলিশ আদালতে একমাত্র আসামী হিসেবে মোবাশশির হোসেনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে বিজ্ঞ আদালত গত ১১ জানুযারী চার্জ গঠন করে। এবং চাঞ্চল্যকর মামলা বিধায় অতি দ্রুততার সাথে এবং আসামী ও বাদীর সব ধরনের আইনী বিচারিক প্রক্রিয়াকে সম্পৃক্ত করে স্বাক্ষীগ্রহন, যুক্তিতর্ক শেষ করে গতকাল কাঙ্খিত, আলোচিত হত্যা মামলার রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। আসামীর বয়স পরিস্থিতি বাস্তবতা সহ অপরাপর বিচারিক বিষয়গুলো বিশ্লেষন অনুধাবন পরবর্তি আসামী মোবাশশির হোসেনকে মৃত্যুদন্ড না দিয়ে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন বিচারিক আদালত যা রাষ্ট্রপক্ষ, বাদী পক্ষ সহ বিচারের সাথে সংশ্লিষ্ট সুত্র গুলোর মাধ্যমে জানাগেছে। হত্যা মামলাটি চাঞ্চল্যকর মামলার বিচার প্রক্রিয়া তথা সময়ের বিষয়টি আদালত যথাযথ ভাবে অনুসরন করেছেন এ জন্য আদালতের প্রতি সংশ্লিস্টরা বিশেষ ভাবে সন্তোষ্ট। রাষ্ট্র পক্ষের আইনজীবী বিজ্ঞ পিপি মামলার স্বাক্ষী সহ গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের কে যথাযথ ভাবে আদালতে উপস্থাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com