এ্যাডঃ তপন কুমার দাস \ আশাশুনীর চাঞ্চল্যকর চন্দ্র শেখর হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত চৌদ্দজন স্বাক্ষীর স্বাক্ষ্য অত্যন্ত ধৈর্য্য সতর্কতার সাথে গ্রহন করে। রমজান মাসের রোজার দিন গুলোতেও বিজ্ঞ আদালত মামলাটির গুরুত্ব, ধরন, প্রকৃতি অনুধাবন পরবর্তি স্বাক্ষ্য গ্রহন অব্যাহত রাখেন। রাষ্ট্রপক্ষের কৌশলী এবং মামলা পরিচালনা কারী বিজ্ঞ পিপি এ্যাড: আব্দুল লতিফ মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্য, জবানবন্দী, জেরা, নথি সহ মামলা প্রমানে আনুসঙ্গিকতা যথাযথ ভাবে পর্যালোচনা এবং আইনের ব্যাখ্যা, বিধি, বিধান, প্রবিধি ব্যাখ্যা পরবর্তি মামলার একমাত্র আসামী মোবাশশির হোসেনের মৃত্যুদন্ড প্রার্থনা করেন। বৃহস্পতিবার যুক্তিতর্কের পূর্বের দিন গুলোতে মামলা পরিচালনা কারী বিজ্ঞ পিপি আব্দুল লতিফ মামলার গুরুত্বপূর্ণ স্বাক্ষী সহ সর্বমোট চৌদ্দজন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন পরবর্তি স্বাক্ষ প্রদান করেন। আশাশুনীর বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের পুত্র চন্দ্রশেখর কে একই গ্রামের আঃ মজিদ মোড়লের পুত্র এবং চন্দ্র শেখরের বন্ধু মোবাশশির হোসেন ২০২০ সালের আঠার অক্টোবর শোভনালীস্থ চিংড়ী ঘেরের বাসায় রাতে হত্যা করে। পরবর্তিতে পুলিশ সন্দেহ ভাজন হিসেবে বন্ধু মোবাশশির হোসেন কে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত মোবাশশির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। গত এগার জানুয়ারী আদালত একমাত্র আসামী মোবাশশির হোসেনকে আসামী করে চার্জ গঠন করেন। চাঞ্চল্যকর মামলাটির বিচারের দিকে কৌতুহলী মানুষের বিশেষ দৃষ্টির বিষয়টি আলোচিত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ আনিছুজ্জামান আনিছ। আলোচিত চাঞ্চল্যকর হত্যা মামলাটির যুক্তিতর্ক শেষে বিজ্ঞ আদালত আগামী এগার এপ্রিল সোমবার আদেশের (রায়) দিন ধার্য্য ঘোষনা করেন। চাঞ্চল্যকর মামলা হওয়ায় বিজ্ঞ আদালত অতি দ্রুততার সাথে এবং সব ধরনের আইনী, বিচারিক প্রক্রিয়া শেষ করে আদেশের দিন ধার্য্য করেছেন। সাতক্ষীরা আদালতে এ্যাডভোকেট, বিচারপ্রার্থী, সহ আদালতের দৈনন্দিন কর্মযজ্ঞের সাথে সংশ্লিষ্টরা দৃষ্টিপাতকে জানান সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমানের আদালত অত্যন্ত দক্ষতা, বিচক্ষনতা, ন্যায় পরায়নতা এবং বিধি, বিধান, সম্পৃক্তকে সঙ্গী করে পরিচালনা করেন। আগামী এগার এপ্রিল সোমবার বহুল আলোচিত চন্দ্র শেখর হত্যা মামলার আদেশ (রায়) ঘোষনা করবেন আদালত।