গ্রীষ্মের তাপদাহ, আসছে পবিত্র রমজান মাস, একদিকে প্রখর তাপদাহের রমজানের রোজা রাখা অন্যদিকে বাজার ব্যবস্থায় মুল্য বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটেই চলেছে। সাধারন খেটে খাওয়া মানষ হতে শুরু করে মধ্যবত্তি শ্রেনি নিত্যপন্যের মুল্যবৃদ্ধির কারনে চরম অস্বস্থিকর পরিস্থিতির মুখে। খেটে খাওয়া শ্রেনির পাশাপাশি চাকুরী জীবীরাও ভাল নেই। দেশের বাজার ব্যবস্থায় সবজি বাজার হতে শুরু করে মুদি বাজার, মাছ, মাংস বাজার কোথাও স্বস্তি নেই। প্রতি বছরই এক শ্রেনির অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর মূল্যবৃদ্ধির অশুভ তৎপরতায় লিপ্ত হয়। আসছে রমজান ও অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা যে তৎপর নেই বা তৎপর থাকবেনা এমনটি বলা দুরুহ। আর তাই রমজানের ভোগ্য পন্য হিসেবে বিবেচিত ভোজ্যতেল, ছোলা, ব্যাসন, চিনি সহ অপরাপর পন্য সামগ্রীর মূল্য বৃদ্ধির অসম প্রতিযোগিতা যেন না চলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে বিধায় বাজার মনিটরিং করার বিষয়টি অতি জোরদার করতে হবে। সাতক্ষীরা বাজার ব্যবস্থাতেও অস্থিরতা বিরাজ করছে মুদী বা সবজির বাজারের আগুন ছোয়া পেয়েছে মাংস বাজারে গুরুর মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা চলছেই, খাসির মাংসের মূল্য আকাশ ছোয়া এর মাঝে এক শ্রেনির মাংস ব্যবসায়ীদের প্রতারনা থেমে নেই, বকরি মাংস অবলিলায় খাসির মাংস বলে বিক্রি করার চেষ্টাও থেমে নেই। পোল্ট্রি মুরগীর বাজারও চড়া, দেশী মুরগী পাওয়া দুস্কর এক শ্রেনির মুরগি ব্যবসায়ীরা সোনালী মুরগী কে দেশী মুরগী বলে চালিয়ে দিচ্ছে বাজার ব্যবস্থায় আগুন ধরার এবং অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ সময়ের দাবী।