এম এম নুর আলম ॥ আশাশুনি-দেবহাটা -কালীগঞ্জের আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা ০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষনা দিয়েছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। সোমবার বিকেলে আশাশুনির চাপড়ায় অবস্থিত মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে আয়োজিত এক সভা থেকে তিনি এই ঘোষণা দেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আলহাজ্ব এ বি এম মোস্তাকিম বলেন -আমি দলীয় মনোনয়ন নিয়েছিলাম আমার নেত্রী বর্তমান এমপিকে নমিনেশন দিয়েছেন আমি তার সিদ্ধান্তের সম্মান করি। তেমনি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে সকলের জন্য উন্মুক্ত করেছেন, সে কারণেই আমার নেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান করেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করবো। মোস্তাকিম আরো বলেন- আমি চাই আমার এলাকার মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে। আমার নেত্রীর প্রদেয় বাজেট যাতে সুষম ভাবে প্রতিটি এলাকায় পৌঁছে যায় সে জন্যই আমি নির্বাচনে অংশ নেব। কোন নিদিষ্ট এলাকার উন্নয়ন নয় আশাশুনি-দেবহাটা-কালীগঞ্জের যে সমস্ত এলাকা নিয়ে সাতক্ষীরা ০৩ আসন গঠিত হয়েছে সব জায়গায় সমান ভাবে উন্নয়ন হয় সেটাই হবে আমার নির্বাচনী অঙ্গিকার। এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ আলহাজ্ব আ ব ম মোসাদ্দেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ বাচ্চু, শোভনালীর সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ শামছুল আলম, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আসমাউল হোসেন, আওয়ামী লীগ নেতা সাজ্জাদুল হক টিটুল, ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুরসহ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মানুষ আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহবান।