বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি ॥ আসন্ন ষষ্ঠ শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিমা রানী হালদার জোরেশোরে প্রচার-প্রচারণা সহ পথসভা চালিয়ে যাচ্ছেন। আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলায় ২মে বৃহস্পতিবার দিনব্যাপী ১৬ স্থানে বিভিন্ন পর্যায়ে শ্রমিক সহ সাধারণ জনগণের সাথে পথসভা এবং গণসংযোগ করেছেন। শ্যামনগর সদর থেকে শুরু করে ভূরুলিয়া, নুরনগর, ঈশ্বরীপুর, রমজাননগর, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজার মহল্লা সহ দোকানে দোকানে মানুষের কাছে দোয়া আশীর্বাদ ও ভোটের সমর্থন চেয়ে কলস প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। এছাড়া মুন্সিগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনসহ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। প্রতিমা রানী হালদার, নারী নেত্রী হিসেবে নারী অধিকার নিয়ে দীর্ঘদিন তিনি কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১৬ বছর বেসরকারি উন্নয়ন সংগঠনে তিনি কাজ করেছেন। উপজেলা পর্যায়ে নারী নেত্রী হিসেবে বাংলাদেশ মহিলা লীগের সাধারণ সম্পাদিকা পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার দায়িত্ব-কর্তব্য রত কালীন সময়ে উপজেলার বিভিন্ন প্রান্তে নারীদের ক্ষমতায়ন এবং অধিকার নিয়ে কাজ করেছেন। জনগণের অকুণ্ঠ ভালোবাসা প্রচারে ভোটের মাঠ জমে উঠেছে কলস প্রতীকের। গণসংযোগ কালীন সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মনোদ্বীপ মন্ডল, শ্রীবাস দাস, চিত্তরঞ্জন মৃধা, সমরেশ মন্ডল, আব্দুল মালেক, বড় খোকন, সুরজিৎ মন্ডল প্রমূখ।