রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

আসাদের পতনের পর বাড়ি ফিরেছে ৩১ হাজার সিরিয়ান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস বিদেশ : প্রেসিডেন্ট বাশার আল—আসাদের পতনের পর থেকে প্রায় ৩১ হাজার সিরিয়ান বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন প্রতিবেশী তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া। গত শুক্রবার স্থানীয় টিজিআরটি নিউজ চ্যানেলকে তিনি বলেন, এই সিরিয়ানরা এতো দিন তুরস্কে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা তুরস্ক থেকে ফিরে গেছেন তাদের সংখ্যা ৩০ হাজার ৬৬৩। তাদের মধ্যে ৩০ শতাংশ তুরস্কেই জন্মগ্রহণ করেছেন। এর আগে মঙ্গলবার ইয়েরলিকায়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলুকে বলেন, ২০২৫ সালের প্রথমার্ধে দেশে ফিরে যাওয়া সিরিয়ানরা তিনবার তুরস্কে আসা—যাওয়ার অনুমতি পাবেন। আল—আসাদের পতনের ছয় দিন পর গত ১৪ ডিসেম্বর তুরস্কের দামেস্ক দূতাবাস পুনরায় চালু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,শিগগিরই সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতেও অভিবাসন ব্যবস্থাপনা অফিস খুলবে তুরস্ক। আলেপ্পোতে তুরস্কের কনস্যুলেট জেনারেলও কয়েক দিনের মধ্যেই পুনরায় চালু হবে। তুরস্কে বসবাসকারী বেশিরভাগ শরণার্থী এই শহর থেকেই গিয়েছিল। এদিকে রাজধানী দামেস্ক ও অন্যান্য স্থানে সিরিয়ার জনগণ আল—আসাদের প্রায় ২৫ বছরের শাসনামল ও ১৩ বছরের গৃহযুদ্ধে নিহত ও কারাবন্দিদের স্মরণে একটি দিন পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com