বিলাল হুসাইন নগরঘাটা থেকেঃ তালার নগরঘাটা ইউনিয়নের আসাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ল খালের উপর ব্রীজটি দীর্ঘ দিন ঝুকিপূর্ণ। যে কোন সময় ঘটতে পারে অনাকাংখিত দূর্ঘটনা। জানাগেছে আসাননগর গ্রামটি হিন্দু অধুষ্মিত একটি অবহেলিত অঞ্চল। গ্রামটির কোল ঘেষে বয়ে গেছে পানি নিস্কাসনের একমাত্র খালটি। আনুমানিক ৪০বছর পূর্বে খালের উপর নির্মিত হয় ব্রীজটি। আসাননগর রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ঐ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের যাতায়াতের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হল এই ব্রীজটি। প্রতিনিয়ত ঝূকি নিয়ে পার হতে হয় ছাত্রছাত্রীদের এই ব্রীজটির উপর দিয়ে। ব্রীজের দুই ধারের রেলিং একপ্রকার নষ্ট হয়ে গেছে। প্লাষ্টার খসে গিয়ে ব্রীজে বড় বড় গর্তে পরিনত হয়েছে। জং পড়া রড বের হওয়ার ফলে আরও বিপদজনক বলে এলাকাবাসী ধারণা করছেন। এ ব্যাপারে আসাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান এই ব্রীজটি সম্পর্কে আমি লিখিত ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয়রা ব্রীজটি দ্রুত পুনঃ নির্মানের দাবি করছেন।