সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আসাম সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর কল্পকাহিনী: প্রেস উইং

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

এফএনএস: ভারতের ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘খাঁটি কল্পকাহিনী’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। গতকাল শনিবার প্রেস উইং ফ্যাক্টস এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় সেই খবরের শিরোনাম ছিল ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে’। প্রেস উইং জানায়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকে বাংলাদেশিরা উৎখাত করার পর থেকে এই ধারার অন্যান্য গল্পের মতো তৈরি হয়েছে, যেখানে কোনও প্রমাণ কিংবা কোনও নামী উৎসের কথাও উল্লেখ করা হয়নি। প্রেস উইংয়ের ফেসবুক পোস্টে বলা হয়, মূলত খবরটিতে এক উৎস হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য ব্যবহার করা হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে, উলফার নেতা পরেশ বড়ুয়া তার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করার কোনও ইচ্ছা রয়েছে। ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে, বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে, যখন বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পত্রিকাটি বাংলাদেশের ‘আরবি, উর্দু ও বাংলা’ মাধ্যমের যোগাযোগে আড়ি পেতেছে। প্রেস উইং জানায়, এই গল্পটি খাঁটি কল্পকাহিনী এবং ট্রিবিউনের কাছে ‘বিশেষ’; কারণ এটি কেবল তার কর্মীদের কল্পনায় বিদ্যমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com