বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

আস্কারপুরে শহিদ আসিফ পরিবারের মাঝে পিএস আবুল হাসান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

দেবহাটা অফিস \ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পি এস যুগ্ন সচিব আবুল হাসান ঈদুল ফিতরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রথম শহীদ, শহীদ আসিফ মাহমুদের আস্কারপরস্হ গ্রামের বাড়ীতে পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ সময় অবস্হান করেন এবং শহীদ পরিবারের সাথে ঈদের কুশল বিনিময় করেন। তিনি শহিদ আসিফ মাহমুদের কবর জিয়ারত ও শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় শহিদ পরিবারের হাতে ঈদ শুবেচ্ছা প্রদান করেন। তাঁর সাথে সর্বদা ছিলেন দরদির কার্যনির্বাহী কমিটি ও এসোসিয়েট কমিটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা মাহমুদ আলম এবং শহীদ আসিফের জমজ ভাই ‘দরদির আজীবন সদস্য’ রাকিব হাসানসহ আত্মীয় পরিজনেরা। শহিদ আসিফ মাহমুদের কবর সংলগ্ন এলাকায় এ সময় দরদী আয়োজিত সংনর্থনায় অংশ নেন পদোন্নতি পাওয়া যুগ্ন সচিব আবুল হাসান। দরদির কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে মোঃ আবুল হাসান যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় দরদি পরিবার তাঁকে সংবর্ধিত করেন৷ দরদির এ সম্মাননা স্মারক দরদির সদস্য শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম স্বহস্তে মোঃ আবুল হাসানকে তুলে দেন। শহীদ পরিবারের সাথে কুশল বিনিময় শেষে মোঃ আবুল হাসান “শহীদ আসিফ বন্ধু মহল ক্লাবে” যান এবং শহীদ আসিফের বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান এবং দরদি এসোসিয়েট কমিটির সদস্যসচিব মোঃ মোস্তাহিদসহ দরদির ত্রিশোর্ধ সদস্য। পাশাপাশি উপস্থিত ছিলেন, অত্র এলাকার মসজিদের ইমাম, এলাকাবাসী এবং আসিফের বন্ধুমহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com