এফএনএস বিদেশ : ভারতের আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্টার টানানোর অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সংবাদ সংস্থা এএনআইয়েবর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশটিতে আম আদমি পার্টির (এএপি) ভারতজুড়ে মোদিবিরোধী ক্যাম্পেইন শুরুর একদিন পরেই গ্রেপ্তারের এ ঘটনা ঘটল। আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে এ নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি অননুমোদিত উপায়ে শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। গুজরাটের এএপি প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা দলের কর্মী। তিনি বিজেপিকে স্বৈরশাসক হিসেবে অভিযুক্ত করেছেন এবং গ্রেপ্তারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে বলে জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে। এএপি দলের মোদি হটাও, দেশ বাঁচাও ক্যাম্পেই ভারতজুড়ে ১১টি ভাষায় চালু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কান্নাদা, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে আপের তরফে একটি টুইট করে বলা হয়েছে, বিজেপির স্বৈরাচারী নীতি চরম মাত্রায় পৌঁছেছে। সামান্য পোস্টার লাগানোর জন্য কেন কাউকে গ্রেপ্তার করা হবে সেই প্রশ্নও তোলা হয় ওই টুইটে। আরও বলা হয়েছে যে, আম আদমি পার্টির সদস্যেরা এই গ্রেপ্তারিতে ভয় না পেয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।