স্টাফ রিপোর্টার \ আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে “দ্যা মেডিকেল সাইন্স অফ ফাস্টিং ইম্প্লিকেশন অন ক্যান্সার এন্ড ক্রনিক ডিজিএস” শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার ২২ মার্চ বিকালে শহরের কামালনগরস্থ লেকভিউ রেস্টুরেন্টে এ সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহলেহাদীছ পেশাজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাক্তার মো. আবুল বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ডাক্তার শওকত হাসান। কি স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার সহিদুর রহমান, ডাক্তার শরিফুল ইসলাম, মাওলানা মুজাহিদুর রহমান, ডাক্তার সাবিত বিন হান্নান, শেখ নাজমুস সাকিব, আব্দুল মান্নান,কামরুজ্জামান পলাশ, ইঞ্জিনিয়ার তারিক আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ ।অনুষ্ঠানে বক্তারা বলেন সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করার পাশাপাশি আমাদের শারীরিক সুস্থতার জন্য রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা থাকলে শরীরে রক্তে বায়োকেমিক্যাল এর পরিবর্তন আসে। এছাড়া ডায়াবেটিসের উপকারিতা সহ দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় কোন খাবার রাখা উচিত খেলে উপকারী তার উপর বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাক্তার নাজমুস সাকিব (ব্রাইট)।