এফএনএস: করোনা পরিস্থিতি ও লোকসানের কারণে প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর খুলনায় নগর পরিবহন চালু হচ্ছে আগামীকাল ১ আগস্ট থেকে। আগের মতো ফুলতলা বাসস্ট্যান্ড থেকে নগরীর রূপসা ঘাট পর্যন্ত চলবে এই বাস। খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোলা মুজিবর রহমান জানান, আগামী ১ আগস্ট থেকে ৫/৬টি টাউন সার্ভিস বা নগর পরিবহন বাস চলাচল শুরু হবে। ওই দিন সকাল ৮টায় ফুলতলা থেকে বাস চলাচলের উদ্বোধন করা হবে। নগরবাসীকে বিষয়টি জানানোর জন্য ৩১ জুলাই মাইকিং করা হবে। এই রুটে ভাড়া ২০ টাকা। বাসমালিক ও যাত্রীরা জানান, আড়াই বছর আগে নগরীর রূপসা ঘাট থেকে ফুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৬৫টি লোকাল বাস চলাচল করতো। নগর পরিবহন নামে পরিচিত এই বাসে স্বল্প খরচে যাতায়াত করতেন নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। কিন্তু করোনার কারণে অনেক দিন নগর পরিবহন বন্ধ ছিল। তখন লোকসানের কারণে মালিকরা অনেক বাস বিক্রি করে দেন। বাকি বাসগুলোও চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর কমিটি বেশ কিছুদিন ধরে নগর পরিবহন চালুর দাবিতে আন্দোলন করে আসছে। এ দাবিতে তারা জনপ্রতিনিধি ও বিআরটিএ কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দেয়।