এফএনএস স্পোর্টস: প্রথমবারের মতো জাতীয় ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন জাকির হাসান। কিন্তু ওয়ানডে ক্যাপ মাথায় ওঠার আগেই তিনি পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন এই ব্যাটার। দলীয় সূত্রে জানা গেছে, জাকিরের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা হচ্ছে না। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের আগে জাকিরের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড ও ফাইনাল ম্যাচ খেলতে পারেননি জাকির। সেই চোট থেকে সুস্থ হয়ে বৃহস্পতিবার বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন। এবার জাতীয় দলের হয়ে মাঠে ফেরার আগে ফের ইনজুরিতে পড়লেন এখন পর্যন্ত ক্যারিয়ারে দুটি টেস্টের সঙ্গে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এ ব্যাটার। উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালেই সিলেট পৌঁছেছে বাংলাদেশ দল। দুপুর থেকে শুরু হয়েছে অনুশীলন।