রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

আ. লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে -প্রধানমন্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

এফএনএস: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে তার সরকার দেশের উন্নয়ন অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করে যাব। গতকাল বুধবার গণভবনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝোয়া কে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যদি আগামী নির্বাচনে জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে তাহলে আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যহত রাখবো এবং জনগণের সেবা করে যাবো। তিনি বলেন, গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাল্টাপাল্টি স্যাংশন এর বিষয়ে আলাপকালে শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রযাত্রায় চীনের সহযোগিতাকে স্বাগত জানান এবং আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চীন সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মাণসহ বিভিন্ন মেগাপ্রজেক্ট বাস্তবায়নে চীনের সহযোগিতার কথা স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বাংলাদেশ চীনা বিনিয়োগ আহŸান করেন। বিশেষ করে চট্টগ্রামের মীররসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগ আহŸান করেন তিনি। সিপিসির ভাইস মিনিস্টার বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার দেশ সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। চীন বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিকে সমর্থন করে। এ অঞ্চলের শান্তি নিশ্চিতে বাংলাদেশে পররাষ্ট্রনীতি কার্যকর। চীনা কমিউনিস্ট পার্টির এ নেতা বলেন, ২০১৬ সালে তার দেশের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় চীন এবং বাংলাদেশের সম্পর্ক ‘কৌশলগত সম্পর্কে’ উন্নীত হয়। টানা ১০ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে চীনা কমিউনিস্ট পার্টি এবং তাদের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি। চীনের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আগামীতে আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন চেন ঝোয়া। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com