এফএনএস বিদেশ : পূর্ব ইউক্রেইনের নিপ্রোয় একটি ক্লিনিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন এবং বলেছেন, কর্তৃপক্ষ হাসপাতালটি থেকে অন্যান্যের উদ্ধারে কাজ করছে। এর আগে আঞ্চলিক গভর্নর শেরহি লিসাক বলেছিলেন, গত বৃহস্পতিবার রাতে নগরীতে হামলা হয়। তিনি বলেন, “এ রাত খুবই কঠিন ছিল। অনেক বড় ধামাকা হয়েছে- শত্রæরা এ অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। নিপ্রো ভোগান্তিতে পড়েছে।” বিবিসি জানায়, ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ক্লিনিক ভবনের একটি ভিডিও পোস্ট করেছেন। এতে ঘটনাস্থলে দমকলকর্মীদের দেখা গেছে এবং ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ‘রুশ সন্ত্রাসীরা আরও একবার মানবতার বিপরীতে তাদের যুদ্ধংদেহী অবস্থান নিশ্চিত করেছে’ বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেইন কর্তৃপক্ষ বলেছে, রাশিয়া থেকে রাতভর ছোঁড়া ১৭ টি ক্ষেপণাস্ত্র এবং ৩১ টি ড্রোন তারা ভ‚পাতিত করেছে। কিছু ড্রোন নিপ্রোর কয়েকটি নিশানা এবং পূর্বাঞ্চলীয় নগরী খারকিভের তেলের ডিপোয় আঘাত হেনেছে। ইউক্রেইনের রাজধানী কিইভকেও হামলার নিশানা করা হয়। কর্মকর্তারা বলছেন, ভ‚পাতিত করা ড্রোনগুলোর ধ্বংসাবশেষ একটি শপিং সেন্টারের ছাদে পড়েছে। একটি বাড়ি এবং কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। স¤প্রতি কয়েকসপ্তাহে রাশিয়া ইউক্রেইনে হামলা বাড়িয়েছে। ইউক্রেইনের পাল্টা হামলা শুরুর আগে দিয়ে রাশিয়া এই জোর হামলা চালাচ্ছে। ইউক্রেইনের অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনাকে হামলার নিশানা করেছে তারা।