বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

ইউক্রেনের ইজিয়ামে এক স্থানেই ৪৪০ কবরের সন্ধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে এক সমাধিস্থলে বহু সংখ্যক কবরের সন্ধান পাওয়া গেছে। ইউক্রেনের একজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সেখানে অন্তত ৪৪০টি কবর রয়েছে। রুশ বাহিনীর কাছ থেকে শহরটি পুনরায় দখলে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার পর শহরটিতে গণহারে কবর পাওয়ার কথা জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। পুনরুদ্ধার করা শহর এরইমধ্যে পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, খারকিভ অঞ্চলের অন্তত আট হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত করা হয়েছে। খারকিভ অঞ্চল পুলিশের প্রধান তদন্ত কর্মকর্তা সেরহেই বলভিনভ জানান, ইজিয়াম শহরে গণহারে কবরের সন্ধান পাওয়া গেছে। সবগুলো লাশের ফরেনসিক পরীক্ষা করা হবে। তিনি আরো বলেন, আমি বলতে পারি- এটা দখলমুক্ত কোনো এলাকার অন্তর্ভুক্ত একটি বড় শহরে গণহারে কবরের একটি স্থান। সেখানে অন্তত ৪৪০ জনের লাশ সমাহিত করা হয়েছে। এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া সব জায়গায় মৃত্যুর চিহ্ন রেখে যাচ্ছে। এজন্য দেশটিকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com