বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

ইউক্রেনের নেতার নিজ শহরে রাশিয়ার হামলায় নিহত ৪

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিগে গত বুধবার রাধিশয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত ও ১৭ আহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে খারকিভ থেকে এএফপি এ খবর জানায়। কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতের বেলায় জাপোরিঝিয়া ও খারকিভ অঞ্চলে ড্রোন হামলার পর ক্রিভি রিগে এই হামলা চালানো হয়। এসব হামলায় এক ব্যক্তি নিহত ও ৭জন আহত হন। ক্রিভি রিগের সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার ভিকুল বলেছেন, রাশিয়া বেসামরিক অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে আগুন লেগে যায়। উদ্ধার অভিযান চলছে। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘এখন পর্যন্ত জানা গেছে, দুর্ভাগ্যজনক এই হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। তারা সকলেই বেসামরিক নাগরিক।’ তিনি আরো বলেন, ‘এটি বন্ধ করার একমাত্র উপায় হল মস্কোর ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করা, যাতে করে তারা যুদ্ধ ও সন্ত্রাস পরিত্যাগ করতে বাধ্য হয়।’ দিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক গভর্নর সের্গেই লিসাক তার টেলিগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, আহত ১৭ জনের মধ্যে ১১জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাস্থলে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত একটি শিল্প ভবন থেকে আগুন ও ধেঁায়া বের হচ্ছে এবং তার চারপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবার রাতে ২৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই ব্রায়ানস্ক,ওরিওল ও কুরস্ক অঞ্চলে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের পর মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দেওয়ার পরেও রাশিয়া ও ইউক্রেন বিমান হামলা বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com