শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের ভিসা প্রতিবন্ধকতা দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীদের আস্থা \ বিদেশমুখি রোগীরা দেশেই চিকিৎসা নিচ্ছে \ প্রাণবন্ত দেশের হাসপাতালগুলো শিক্ষার্থীদের তিনটি নতুন বই দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা এনসিটিবি’র কর্মে তীব্র মৃত্যুঝুঁকি সত্ত্বেও খুবই স্বল্প ঝুঁকিভাতা পায় ফায়ার সার্ভিস কমীর্র কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছেন: মির্জা ফখরুল বিএসএফের গুলিতে আহত যুবক হাসপাতালে ভর্তি জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত বেড়ে ৩ গোপালগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২৫ সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে: গভর্নর

ইউক্রেনের পাশে পশ্চিমা বিশ্ব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা শুরুর প্রায় ছয় মাস পরেও পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরকারকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে চলেছে। গত মঙ্গলবার এক অনলাইন বৈঠকে প্রায় ৫৪ জন সরকার প্রধান ইউক্রেনকে আরও সাহায্যের অঙ্গীকার করেছেন। ২০১৪ সালে রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর ইউক্রেনের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে আনতে এই নিয়ে দ্বিতীয়বার ‘ক্রাইমিয়া ফোরাম’ আয়োজন করা হলো। জেলেনস্কি অংশগ্রহণকারীদের বলেন, স্বর্গের মতো একটা জায়গাকে বিষাদময় ও পরনির্ভর অঞ্চলে পরিণত করা হয়েছে। উঁচু পাঁচিল ও কাঁটাতার দিয়ে ঘেরা সেই এলাকায় আইনের শাসন আর নেই, বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গসহ বিশ্বনেতারা সেই দাবির প্রতি সমর্থনের পাশাপাশি ইউক্রেনের বর্তমান সংগ্রামে যতকাল প্রয়োজন সহায়তার অঙ্গীকার করেছেন। স্টলটেনবার্গ ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী সংহতি ও সাহায্যের প্রয়োজন তুলে ধরেন। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকলেও তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান ক্রাইমিয়াকে ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ক্যানাডা সফরকারে জেলেনস্কির ডাকা অনলাইন সম্মেলনে যোগ দেন। তিনি ৫০ কোটি ইউরোরও বেশি অঙ্কের বাড়তি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠানোর অঙ্গীকার করেছেন। তিনি ইউক্রেনকে আরও তিনটি আইআরআইস-টি অস্ত্র প্রণালীসহ সাঁজোয়া গাড়ি ও রকেট লঞ্চার পাঠানোরও ঘোষণা করেন। ২০২৩ সালে সেগুলি সরবরাহের পরিকল্পনা থাকলেও কিছু সরঞ্জাম অনেক আগেই ইউক্রেনে পৌঁছে যাবে বলে তিনি আশ্বাস দেন। শলৎস বলেন, আন্তর্জাতিক সমাজ কখনোই ইউক্রেনে রাশিয়ার বেআইনি ও ঔপনিবেশিক জবরদখল মেনে নেবে না। বর্তমান পরিস্থিতির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র সার্বিকভাবে ইউরোপে আরও সামরিক তৎপরতার পরিকল্পনা করছে। সেইসঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সরঞ্জামের জন্য বাড়তি প্রায় ৩০০ কোটি ডলার ব্যয় করার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য ইউক্রেনের সহায়তা করতে চায় বাইডেন প্রশাসন। গতকাল বুধবার সেই সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করা হবে বলে সংবাদ সংস্থা এপি মার্কিন প্রশাসনের সূত্রদের উদ্ধৃত করে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com