শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি \ অস্বস্তিতে ক্রেতারা আমদানীতে বেশি বেশি অংশগ্রহণ জরুরী \ কৃত্রিম সংকট সৃষ্টি রোধে মনিটরিং জরুরী কুলিয়া ও সখিপুর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত সখিপুরে চাল শ্রমিক আজিজুলের মৃত্যু সাতক্ষীরায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী শ্যামনগরে কারিতাসের উদ্ভাবিত জুটিনসীট ঘর উদ্বোধন ও হস্তান্তর তালায় তারুণ্যের উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের ক্রিকেট ওফুটবল খেলা অনুষ্ঠিত সাতক্ষীরা টেকনিক্যাল স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সাতক্ষীরায় চিংড়ি চাষের পুকুর প্রস্তুতি কর্মশালা দায়িত্বশীল ও কর্মী শিক্ষা শিবির সভা অনুষ্ঠিত নলতা শরীফে ৬১তম বার্ষিকী পবিত্র ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারী

ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে: জেলেনস্কি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

এফএনএস বিদেশ : ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুত ও অপর শহরগুলোতে চলমান যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। সোমবার শেষ রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে বাখমুত ও ডনেস্কের অপর অঞ্চলে আক্রমণকারী রুশ সেনাদের ধ্বংস করার ওপর। তার কথায়, পূর্বাঞ্চলে কঠিন পরিস্থিতি, খুব বেদনাদায়ক। শত্রæদের সামরিক শক্তি ধ্বংস করতে হবে এবং আমরা তা করে দেখাব। বিলোহরিভকা ও মারিঙ্কা, আভদিভকা ও বাখমুত, ভুহলেদা ও কামিয়াঙ্কা রণাঙ্গনের কথা তুলে ধরে ভলোদিমির জেলেনস্কি বলেন, এই অঞ্চলগুলোতে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। এসব রণক্ষেত্রে সব ইউক্রেনীয়দের ভবিষ্যতের জন্য লড়াই করা হচ্ছে। তিনি বলেন, লড়াইয়ে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। যারা সম্মুখ সমরে একে অপরকে টিকিয়ে রাখতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রাশিয়া বলছে, বাখমুত দখলের পর পুরো ডনেস্ক অঞ্চল দখলের পথ সুমগ হবে। যুদ্ধে মস্কোর এটিই প্রধান লক্ষ্য। টানা কয়েক মাসের ধীর গতি ও রক্তাক্ত যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা বাখমুত থেকে পিছু হটবে না। তাদের লক্ষ্য হলো, বসন্তে আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর আগে যতটা সম্ভব শক্তি ক্ষয় করা। ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রæপের যোদ্ধাদের নেতৃত্বে বাখমুত দখলের অভিযান চালাচ্ছে রাশিয়া। এখন পর্যন্ত তারা শহরের পূর্বাংশ দখলে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত শহরটি ঘিরে ফেলতে পারেনি। যদিও আশঙ্কা করা হচ্ছিল কয়েক দিনের মধ্যে বাখমুতের পতন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com