এফএনএস : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) দুটি জাহাজ। জাহাজ দুটি হচ্ছে এমটি বাংলার অগ্রদূত এবং এমভি বাংলার সমৃদ্ধি। এর মধ্যে এমভি বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকা পড়েছে। রবিবার দুপুরে বিএসসির উর্ধতন এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর অনলাইনের। তবে এমটি বাংলার অগ্রদূত রাশিয়া নাকি ইউক্রেনের বন্দরে আটকা পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে অর্ধশতাধিক নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্র জানায়। তারা সেখানে বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দুটি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে একটি ইউক্রেনের বন্দরে এবং আরেকটির অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। জাহাজ দুটিতে থাকা নাবিকদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তারা নিরাপদে রয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছেন।’