এফএনএস বিদেশ : পূর্ব ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেছে রাশিয়া। এরইমধ্যে নিজেদের পশ্চিম সীমান্তে ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে সেনা মোতয়েন এবং সরঞ্জাম স্থাপন করেছে রাশিয়া। এ ছাড়া বেলারুশের দক্ষিণাঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে শতাধিক যান দেখা গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলোজি। নিজেদের স্যাটেলাইট ছবির বরাতে এই তথ্য জানায় ম্যাক্সার। গতকাল বুধবার ইউক্রেন সংকট নিয়ে বিবিসি অনলাইনের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। স¤প্রতি রাশিয়া এবং বেলারুশ যৌথভাবে গুরুত্বপূর্ণ এক সামরিক মহড়া শেষ করেছে। মহড়াটি বেলারুশের ইউক্রেন সীমান্তের কাছাকাছি অনুষ্ঠিত হয়েছে। তবে ম্যাক্সারের স্যাটেলাইট ছবির ব্যাপারে রাশিয়া বা বেলারুশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। ওইদিন দিনভর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট। এরপর থেকে বিশ্ব নেতারা, বিশেষ করে পশ্চিমা বিশ্বের নেতারা পুতিনের ওই ঘোষণার বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন। এরইমধ্যে নতুন করে সেনা মোতায়েন এবং সরঞ্জাম স্থাপনের এই তথ্য জানালো ম্যাক্সার।