ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাথে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম শওকত হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্র“য়ারি) সন্ধ্যায় ব্রহ্মরাজপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিককের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সদস্য ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি এস এম শওকত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.বি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলু, সদর উপজেলা জাতীয়-পার্টির সহ-সভাপতি শামসুর রহমান সোনা, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির, সাংবাদিক- শাহাদাৎ হোসেন বাবু, সদর জাতীয় পার্টির যুব বিষয়ক-সম্পাদক কানাই লাল সাহা কানু,ইউনিয়ন আ’লীগের যুগ্ন সাধারণ-সম্পাদক ডাক্তার জিয়াউর রহমান, ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দস সালাম, সাধারণ-সম্পাদক আব্দুল হামিদ বাবু, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভা-পতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, মোঃ কুদ্দুস, মোঃ ডালিম, আব্দুল মান্নানসহ ইউনিয়ন পর্যায়ের আ’লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান। অনুষ্ঠান শেষে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম সওকত হোসেন বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।