শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ১০টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠাকি উদ্বোধন করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লেখা পড়ার পাশা পাশি খেলা-ধূলার বিকল্প নেই। খেলা-ধূলা দেহ ও মনকে সতেজ রাখে। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে কানাচে সর্বস্তরে এ খেলাটি অনুষ্ঠিত হয়। জননেত্রী শেখ হাসিনা সরকার ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন ফুটবলের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় দহাকুলা সরকারি প্রথমিক বিদ্যালয় বনাম পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরদিকে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী খেলায় অংশ নেয় মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, জিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঢালী, পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, সহকারি শিক্ষক আব্দুস সালাম, হালিমুর রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com