এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপে ভালো পারফরম্যান্স না দেখাতে পারায় একাদশের বাইরে বেঞ্চে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একাদশ থেকে রোনালদোকে বাদ দিয়ে বিদায়ের একটা বার্তা দিয়েছিলেন ফার্নান্দো সান্তোস। চাকরি হারানো সান্তোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচের দায়িত্ব নেন রবার্তো মার্তিনেজ। মার্তিনেজ দায়িত্ব নেওয়ার পরও রোনালদোর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিলো। তবে বড় কোন চমক না দেখিয়ে দেশের ইতিহাসের শ্রেষ্ঠ তারকাকে স্কোয়াডে রেখে দল ঘোষণা করছেন মার্তিনেজ। ২৪ মার্চ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিখটেনস্টাইনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এরপর ২৭ মার্চ লুক্সেমবার্গের মোকাবিলা করবে পর্তুগাল। ৩৯ পেরোনো ডিফেন্ডার পেপেও রয়েছেন পর্তুগাল দলে। কাতার বিশ্বকাপে অনেক স্বপ্ন থাকলেও চরম হতাশ হন রোনালদো। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। টুর্নামেন্টের একটা ধাপে গিয়ে প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন রোনালদো। তার সঙ্গে কোচ সান্তোসের বিরোধের খবরও ছড়িয়ে পড়ে। গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বাদ পড়লে চাকরি হারান সান্তোস। তার পরিবর্তে পর্তুগাল দলের নতুন কোচেরে দায়িত্ব নেন বেলজিয়ামের সাবেক কোচ মার্তিনেজ। ৩৮ পেরোনো রোনালদো বিশ্বকাপের পর সৌদি আরবের আল-নাসেরে যোগ দিয়ে অবশ্য আলো কাড়ছেন।
পর্তুগাল স্কোয়াড: ক্রিস্টিয়ানো রোনালদো, রুই পার্টিসিও, ডিয়াগো দালোট, জোয়াও কানসেলো, ডিয়াগো কস্তা, হুসে সা, ডানিলো পেরেইরা, নুনো মেন্ডেজ, পেপে, ডিয়াগো লেইতে, রাফায়েল গুরেইরো, জোয়াও পালহিনহা, ব্রæনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, ওটাভিও মন্টেরিও, রুবেন ডিয়াজ, আন্তনিও সিলভা, গানচালো ইনাসিও, ভিতিনহা, গানসালো রামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, ডিয়াগো জোতা।